প্যারিস অলিম্পিকে তাবরিজের হাতেবোনা গালিচা
পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০২৪
তাবরিজ কার্পেটের জন্য অলিম্পিক এবং বিশ্বকাপে ইরানি সংস্কৃতি প্রদর্শনের একটি সুযোগ তৈরি করলো প্যারিস ২০২৪ অলিম্পিক৷ এবারের অলিম্পিক গেমসের জন্য হাতেবোনা কার্পেটের তরুণ ইরানি ডিজাইনার হামিদ আরশাদি বলেছেন, গত ছয় মাসে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজের ছয়জন মাস্টার কার্পেট কারিগরকে ২০২৪ অলিম্পিকের কার্পেট বুননের দায়িত্ব দেওয়া হয়েছে। খবর ইরান প্রেস এর
এর আগে, ২০২২ কাতার বিশ্বকাপের কার্পেট মানচিত্রের ডিজাইনার হিসেবে তিনি বলেছিলেন, ২০২৪ অলিম্পিকের জন্য সাতটি কার্পেট তাবরিজে বোনা হবে এবং ইরানি সংস্কৃতির ফ্ল্যাগশিপ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এগুলো উপস্থাপন করা হবে।
২০২৪ সালের অলিম্পিক কার্পেটে ব্যবহৃত নিদর্শন সম্পর্কে আরশাদি বলেন, ইরানের জাতীয় অলিম্পিক কমিটির প্রতীক হল জলপাইয়ের শাখা এবং শান্তির চিহ্ন হিসেবে শান্তির ঘুঘু উড়ছে। সূত্র: মেহর নিউজ