সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম এশিয়ায় ৭২ শতাংশ ইস্পাত উৎপাদন হয় ইরানে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২১ 

news-image

পশ্চিম এশিয়া অঞ্চলে ৭২ শতাংশ ইস্পাত উৎপাদন হয় ইসলামি প্রজাতন্ত্র ইরানে। বিশ্ব ইস্পাত সমিতির (ডব্লিউএসএ) সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উছে এসেছে।

প্রতিবেদন মতে, ইসলামি প্রজাতন্ত্র ইরান চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই)  ১৭ দশমিক ৮ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করেছে।

এতে আরও বলা হয়, ইরান জুলাই মাসে ২ দশমিক ৬ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করতে সক্ষম হয়। গত বছরের একই সময়ের তুলনায় যা নয় শতাংশ বেশি।

পরিসংখ্যান মতে, ইস্পাত উৎপাদনে বিশ্বে এখনও শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।