সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরমানু সমঝোতা পুরোপুরি মেনে চলছে ইরান : আবারো নিশ্চিত করল আইএইএ

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আবারো নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানো।

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন করবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বক্তব্য দেয়ার পরপরই আমানো এ বিবৃতি দিলেন। আইএইএ প্রধান বলেন, ‌”আমি যেমনটি আগেও আইএইএ’র বোর্ড অব গভরনর্সকে বলেছি, ২০১৫ সালে সই হওয়া চূড়ান্ত পরমাণু সমঝোতার অধীনে ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলছে এবং এখনো বলছি পরমাণু সমঝোতা বাস্তবায়নে তেহরান সহযোগিতা করে যাচ্ছে।”

ইউকিয়া আমানো বলেন, গত বছরের জানুয়ারি মাস থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুরোধে আইএইএ ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে। পাশাপাশি তেহরানের প্রতিশ্রুতির প্রতিও নজর রাখছে।- পার্সটুডে।