শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

নতুন করে ইরানের বিমান বহরে এফ-১৪

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২২ 

news-image

আমেরিকার তৈরি এফ-১৪ টমক্যাট সংস্কার শেষে আবার ইরানের বিমান বাহিনীর বিমান বহরে যোগ দিয়েছে। ইসফাহান প্রদেশের শহিদ বাবাই বিমানঘাঁটিতে ইরানের সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞরা বিমানটি সংস্কার করেন।  রবিবার সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, ইসফাহানের শহিদ বাবাই বিমানঘাঁটির বিশেষজ্ঞ ও প্রযুক্তি কর্মীরা এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমানটি সংস্কার করেন। বিমানটি বেশ কয়েক বছর ধরে ঘাঁটিতে রাখা ছিল।এফ-১৪ যুদ্ধবিমানগুলো ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের আগে মার্কিন সমর্থিত শাহ সরকার ক্রয় করে। সূত্র: মেহর নিউজ।