তিরানা উৎসবে ‘এক্সাম’ ও ‘টকার’ এর পুরস্কার জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০
ইরানি ছবি ‘এক্সাম’ ও ‘টকার’ ১৮তম তিরানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। আলবেনীয় রাজধানীতে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই দুই চলচ্চিত্রকে সম্মাননা জানানো হয়। শুক্রবার আয়োজকরা এই ঘোষণা দেন।
সোনিয়া হাদ্দাদি পরিচালিত ‘এক্সাম’ বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম পুরস্কার লাভ করেছে। ছবিটি এক কিশোরী মেয়েকে নিয়ে তৈরি করা হয়েছে। মেয়েটি এক গ্রাহককে এক প্যাকেট কোকেন ডেলিভারি দেয়ার কাজে জড়িয়ে পড়ে। এটি ডেলিভারি করতে গিয়ে সে নানা ঘটনাবলির এক অদ্ভুত চক্রে আটকে যায়।
অন্যদিকে, নির্মাতা মেরহশাদ রাঞ্জবারের ‘টকার’ সেরা শিক্ষার্থী চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছে। ছবিটি একজন বয়স্ক নারীর কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। সে বহু বছর ধরে তার অসুস্থ স্বামীর সেবা করে আসছিল। একদিন সেই সেবার অবসান ঘটে। সূত্র: তেহরান টাইমস।