সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ক্যান্সার রোগীদের আয়ু বাড়াবে ইরানের তৈরি যে ওষুধ!

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০২৪ 

news-image

ক্যান্সারের ওষুধ ‘টেডারক্স’ এর সর্বশেষ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছেন ইরানি গবেষকরা। ওষুধের সর্বশেষ এই সংস্করণটি ক্যান্সার রোগীদের দীর্ঘজীবী হতে সাহায্য করে।ইরানের একটি ফার্মাসিউটিক্যাল জ্ঞান-ভিত্তিক কোম্পানি ওষুধটি উৎপাদন করেছে। ৩ থেকে ৬ নভেম্বর তেহরানে অনুষ্ঠিত ‘ইরান ন্যানো ২০২৪’ প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাতকারে ফার্মাসিস্ট এবং জ্ঞানভিত্তিক কোম্পানিটির ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আলি আঘাজানি বলেছেন, টেডারক্সের নতুন-উৎপাদিত সংস্করণ ক্যান্সার রোগীদের জীবনকাল বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে ক্যান্সারের ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াও কমিয়ে দিতে পারে।

তিনি বলেন, ওষুধটির উৎপাদন শেষ হতে চার বছর সময় লেগেছে। সূত্র: ইরনা