শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কাভা বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় ইরানের

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২২ 

news-image

শ্রীলঙ্কাকে হারিয়ে ১ম সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরান। রোববার ফাইনাল ম্যাচে ‘ইরান ১’-এর সিনা শোকাতি/মোজতবা অরো প্রতিপক্ষের অঞ্জনা/সানদুনকে ২-০ (২১-১৬, ২১-১২) পয়েন্টে হারিয়েছে।‘ইরান ২’-এর মেহেদি মাহফুজি/আলি ঘোরবানপাসান্দি ব্রোঞ্জপদক জিতেছেন। শ্রীলঙ্কার প্রতিপক্ষ তিরন/আশেন ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে তারা এই পদক জিততে সক্ষম হন।৭৫তম স্বাধীনতা কাপের জন্য শ্রীলঙ্কার বিচ পার্ক নেগম্বোতে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।