সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এসসিও সদস্য রাষ্ট্রের সাথে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০১৯ 

news-image

শাঙহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সাথে বৈজ্ঞানিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শিক্ষা উপমন্ত্রী আলি খাকি সিদ্দিক এই আহ্বান জানিয়েছেন।

সিদ্দিক এসসিও সদস্য দেশগুলোর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং দপ্তর প্রধানদের ৫ম বৈঠকে যোগ দেন। ২০ থেকে ২১ নভেম্বর রাশিয়ার মস্কোতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় তিনি ইরানের বিজ্ঞান মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন এবং এসসিও সদস্য দেশগুলোর সাথে বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে এসসিও এর চার পর্যবেক্ষক রাষ্ট্র আফগানিস্তান, বেলারুস, ইরান ও মঙ্গোলিয়া এবং তিন সংলাপ সহযোগী রাষ্ট্র আজারবাইজান, আরমেনিয়া ও তুরস্কের প্রতিনিধিরাও অংশ নেন। এতে এসসিও অঞ্চলে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কাঠামোর বিষয়ে একমত পোষণ করেন তারা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।