শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ায় ইরানের তেল রফতানি বেড়েছে ২৩ ভাগ

পোস্ট হয়েছে: জুন ৫, ২০১৭ 

news-image

এশিয়ায় ইরানের অপরিশোধিত তেলের চারটি বড় ক্রেতা রাষ্ট্র চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। গত এপ্রিলে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে এ চার দেশই। গত বছরের তুলনায় এ সময়ে দেশগুলো আমদানির পরিমাণ বাড়িয়েছে প্রায় ২৩ শতাংশ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন মতে, এ চার বড় ক্রেতা রাষ্ট্র গত মাসে গড়ে প্রতিদিন ১৬ লাখ ব্যারেল ইরানের অপরিশোধিত তেল আমদানি করেছে।

এছাড়া ২০১৭ সালের প্রথম চার মাসে এশিয়ার এ চার দেশ ১৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৪০ শতাংশ বেড়েছে।

গত বুধবার জাপানের বাণিজ্য মন্ত্রণালয় সরকারি তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, ইরান থেকে দেশটি গতমাসে আমদানি করেছে ৪১ হাজার ৪০১ ব্যারেল তেল। এক বছর আগের তলনায় এ চিত্র দ্বিগুণের বেশি।

একই সময়ে চীন ৬ লাখ ৪১ হাজার ৮৪ ব্যারেল, ভারত ৫ লাখ ৩৫ হাজার ১০০ ব্যারেল এবং দক্ষিণ কোরিয়া ৪ লাখ ৩ হাজার ৭০০ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে। সূত্র: মেহের নিউজ।