এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০১৭
ইরানের পুরুষ ও নারী সিনিয়র কারাতে টিম ১৪ তম এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) সিনিয়র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষ সৌদি আরবকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেশটি।
ইরানের পুরুষ সিনিয়র কারাতে টিমে খেলেছেন বাহমান আসগারি ঘোনচেহ, আলি আসগত আসিয়াবারি, সাজ্জাদ গানজাদেহ, ইব্রাহিম হাসানবেইগি, সামান হাইদারি, মেহদি খোদা বখশি ও জাবিহুল্লাহ পুরশাব।
এর আগে ইরানি কারাতে টিম ভারত, তাজিকিস্তান ও কাজাখস্তানকে পরাজিত করে চূড়ান্ত পর্বে ওঠে। এছাড়া ইরানি নারী সিনিয়র কারাতে টিম চূড়ান্ত ম্যাচে চীনা তাইপেইকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে ইরানি নারী কারাতে টিম মালয়েশিয়া, ভিয়েতনাম ও জাপানকে পরাজিত করে ফাইনাল ম্যাচে উঠে আসে। একেএফ সিনিয়র চ্যাম্পিয়শিপের এবারের আসর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়।
সূত্র: তেহরান টাইমস।