রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইস্তান্বুলে ইরানি ফিল্ম ডে

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২০ 

news-image

তুরস্কের রাজধানী ইস্তান্বুলের বেয়োগলু অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে ‘ইরানিয়ান ফিল্ম ডেজ’। বিশেষ এই চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য ইরানের নয়টি ছবি সাজানো হয়েছে।

তিনদিনের উৎসব শুরু হবে শুক্রবার ১৭ জানুয়ারি। উৎসবে প্রদর্শনের জন্য মনোনয়ন পাওয়া ছবিগুলির মধ্যে রয়েছে রেজা মিরকারিমির ‘টুডে’, বেহরুজ আফখামির ‘আজার, শাহদোখত, পারভিজ অ্যান্ড আদারস’, কামাল তাবরিজির ‘স্যুইট টেস্ট অব ইমাজিনেশন , কিউমারস পুরাহমাদের ‘হোয়ার আর মাই শোজ’ ও নারগেস আবিয়ারের ‘ট্রাক ১৪৩’।  

এই তালিকায় আরও রয়েছে নির্মাতা ইব্রাহিম হাতামিকিয়ার ‘বডিগার্ড’, আবোলহাসান দাভুদির ‘ক্রেজি ক্যাসল’, হাসান বারজিদেহের ‘মাজার-ই-শরিফ’ ও দাভুদ বিদেলের ‘ওয়ান্স আপোন এ টাইম লাভ অ্যান্ড হ্যাটরেড’।

তুর্কি উৎসবে ইরানি চলচ্চিত্রকার আবোল হাসান দাভুদি ও তুর্কি পরিচালক ফয়সাল সোয়সালের যোগ দেওয়ার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।