ইরানে সংক্রমণ, ক্যান্সার শনাক্তের ইএলআইএসএ কিট উৎপাদন
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২০
ইরানের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি সফল ভাবে এলজাইম সংযুক্ত ইমিউনোসরবেন্ট অ্যাসাই (ইএলআইএসএ) কিট উৎপাদন করতে সক্ষম হয়েছে। এই কিট দিয়ে সংক্রমণ ও ক্যান্সার শনাক্ত করা হয়।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেনশিয়াল কার্যালয়ের তথ্যমতে, ফার্মটি বর্তমানে ইএলআইএসএ কিট ৯৬ টেস্ট ও ইএলআইএসএ কিট ১৯২ টেস্ট উৎপাদন করছে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় কিটগুলো ব্যাপক ভাবে ব্যবহৃত হয়।
কোম্পানির ভাইস চেয়ারম্যান আফশিন তাজেদ্দিন বলেন, কিটগুলো বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, হরমোনজনিত অস্বাভাবিকতা ও ক্যান্সার শনাক্তের জন্য প্রস্তুত করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।