ইরানের বছরে ১৫শ টন মধু রপ্তানি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২৪
ইরান গত ইরানি ক্যালেন্ডার বছর ১৪০২ সালে (যা ১৯ মার্চ শেষ হয়েছে) ১ হাজার ৪৬৯ টন মধু রপ্তানি করেছে। ইরানের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার এই তথ্য জানান।
দেশটির প্রাণিসম্পদ পণ্য বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ-ইব্রাহিম হাসান-নেজাদ বলেছেন, দেশের মৌমাছি পালন কেন্দ্রগুলিতে ১ লাখ ৫৫ হাজার লোক কাজ করছেন। তারা ৯৪ হাজার ৯৩২টি মৌমাছি পালন কেন্দ্রে কাজ করেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত তথ্যমতে, ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম মধু উৎপাদনকারী দেশ। সূত্র: তেহরান টাইমস