ইরানি নারী ফুটসাল দল ফুটসালপ্ল্যানেট পুরস্কারে মনোনীত
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৩
ইরানের নারী ফুটসাল দল ফুটসালপ্ল্যানেট অ্যাওয়ার্ডস ২০২২ বিশ্বের সেরা নারী জাতীয় দলের মনোনয়ন পেয়েছে। ফুটসালপ্ল্যানেট বার্ষিক ফুটসাল পুরস্কারের এবারের ২৩তম পর্ব প্রকাশ করেছে।
বিশ্বের সেরা নারী জাতীয় দলের মনোনীতদের মধ্যে রয়েছে ইরান, ব্রাজিল, হাঙ্গেরি, ইরাক, ইতালি, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন, থাইল্যান্ড এবং ইউক্রেন।
এছাড়াও, ইরানের নারী ফুটবল দলের গোলরক্ষক ফারজানে তাভাসোলি বিশ্বের সেরা গোলরক্ষকের মনোনয়ন পেয়েছেন। সূত্র: মেহর নিউজ