বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরাকে বছরে রপ্তানি হচ্ছে অন্তত ৫০ হাজার ইরানি গাড়ি

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০১৪ 

news-image

ইরান থেকে প্রতি বছর অন্তত ৫০ হাজার গাড়ি ইরাকে রপ্তানি করা হচ্ছে। ইরানের অন্যতম প্রধান গাড়ি নির্মাণ কোম্পানি ‘ইরানখোদরু’-র মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তা গোলাম রেজা মাহদিজাদেহ এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মেহরান সীমান্ত দিয়ে প্রতিবেশি ইরাকে এসব গাড়ি রপ্তানি করা হচ্ছে। মেহদিজাদেহ বলেন, ‘সামান্দ’ ও ‘রানা’সহ বিভিন্ন মডেলের গাড়ি সেখানে যাচ্ছে। ইরাকিদের কাছে এসব গাড়ি সমাদৃত হয়েছে বলেও জানান তিনি।

‘ইরানখুদরো’-র কর্মকর্তা আরো বলেন, ‘সাইপা’ কোম্পানিও ইরাকে গাড়ি রপ্তানি করছে। তারা প্রতি বছর প্রায় ৩০ হাজার গাড়ি ইরাকে পাঠাচ্ছে।

ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর দেশটি অন্যান্য অঙ্গনের পাশাপাশি গাড়ি নির্মাণ শিল্পেও ব্যাপক উন্নয়ন সাধন করেছে।

রেডিও তেহরান, ২৫ নভেম্বর, ২০১৪