সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আসছে আশুরা: শাণিত হয়ে উঠছে অঙ্গীকার, বাড়ছে তোবারক বিলানোর হার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৮ 

news-image

আশুরার দিন যতই ঘনিয়ে আসতে থাকে তেহরানে ইয়াযিদি অত্যাচারীর বিরুদ্ধে ইমানের বলে উদ্দীপ্ত সংগ্রামের প্রতিশ্রুতিও ততই শাণিত থেকে শাণিততর হয়ে ওঠে। হযরত হুসাইন (আ)-এর পথ ধরে নবীজির শিক্ষা এবং ইসলামের দীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আবারো নবায়ন করা হয়।

বাড়তে থাকে শোকসভা, দোয়ার আসরে যোগ দেয়ার এবং তোবারক বিতরণের হারও। শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষ এমনকি শিশুও এ প্রতিশ্রুতি ব্যক্ত করে। শোক অনুষ্ঠানে যোগ দেয়ার আকুতি এতই প্রবল যে অনেকেই হুইল চেয়ারে করে এসেও এ অনুষ্ঠানে যোগ দেন।- পার্সটুডে।