মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফজর থিয়েটার ফেস্টিভালে বিদেশী দশ দল

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২৩ 

news-image
তেহরানে শনিবার শুরু হয়েছে ৪১তম ফজর আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভাল। এতে সারা বিশ্ব থেকে দশটি দল মঞ্চনাট্য পরিবেশন করবে।উদ্বোধনী দিনে সিটি থিয়েটার কমপ্লেক্সের প্রধান হলে ইরাকি পরিচালক মোহাম্মদ মোয়ায়েদের দল দুই বার “মরসি শট” পরিবেশন করে।
একই স্থানে রবিবার আরও দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরিচালক জাভেদ আসাদির সাথে আরেকটি ইরাকি দল সোমবার মোলাভি হলে মঞ্চে “আমল” পরিবেশন করবে।তিউনিসিয়ার হাফিজ খলিফা ইতালীয় কবি দান্তে আলিঘিরির “দ্য ডিভাইন কমেডি”-এর একটি মঞ্চ অভিযোজন পরিচালনা হবে।আগামী ২৭ জানুয়ারি নাটকটি ভাহদাত হলে মঞ্চস্থ হবে। সূত্র: তেহরান টাইমস।