৫০ মিটার সাঁতারে আবদলির স্বর্ণপদক, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফুটবল খেললেন
পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০২৫
ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে প্রথম শিরোপা জিতেছেন ইরানের জাতীয় সাঁতারু সমিয়ার আবদলি।
রিয়াদে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে গতকাল রোববার ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ইরানের সমিয়ার আবদলি ২২.৪৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতেছেন।
পার্সটুডে লিখেছে, মোহাম্মদ কাসেমি, মোহাম্মদ মেহেদী গোলামি, আলি রাশিদপুর এবং মাতিন সাহরানকে নিয়ে গঠিত ইরানের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল সাতাঁর দল ৭ মিনিট ৩৪.১৯ সময় নিয়ে তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জপদক জিতেছে।
ইসলামিক গেমসে অন্যান্য ইরানি ক্রীড়াবিদদের ফলাফল
নেদা শাহসাভারি এবং সেতাইশ ইলখানিকে নিয়ে গঠিত ইরানের জাতীয় টেবিল টেনিস ডাবলস দল কোয়ার্টার ফাইনালে উগান্ডার মুখোমুখি হয়। ইরানি দল ১২-১০, ১১-৫ এবং ১১-৬ স্কোরে উগান্ডার টেনিস দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে এবং ইরানের মহিলা টেনিস দলের জন্য ব্রোঞ্জপদক নিশ্চিত করে। প্রতিযোগিতার ফাইনালে ওঠার জন্য ইরানি দল সোমবার তুরস্কের মুখোমুখি হবে।

মারিয়াম বারবাত, ৭০ কেজি ওজন বিভাগে জুডোকা এবং ইরানি ক্যারাভানের অংশ নেন। তিনিও এই ইভেন্টে ব্রোঞ্জপদক পেয়েছেন। বারবাত ক্যামেরুনের জিতা ওরনেলা এর মুখোমুখি হয়ে তাকে পরাজিত করে ব্রোঞ্জপদক পেয়েছেন।

বক্সিং প্রতিযোগিতায়, ৬০ কেজি ওজন শ্রেণীতে দনিয়াল শাহবাখশ ব্রোঞ্জপদক জিতেছেন।

গতকাল(রোববার) সেমিফাইনালে ইরানের জাতীয় ফুটসল দল উজবেকিস্তানের মুখোমুখি হয়। ইরানি ফুটসল দল তাদের প্রতিপক্ষকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। এই ম্যাচে ইরানের পক্ষে গোল করেছেন মাসুদ ইউসুফ, সালার আগাপুর, মুসলিম ওলাদগোবাদ এবং আলী খলিলভান্দ। ফাইনালে ইরান মরক্কোর মুখোমুখি হবে।

তাবাতাবাঈ আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছে
ইরানির দাবা গ্র্যান্ডমাস্টার মোহাম্মদ আমিন তাবাতাবাঈ রোববার ২৮ তম বাভেরিয়ান আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্ট ৮ পয়েন্ট পেয়ে জয়লাভ করেছে। ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সুইস পদ্ধতিতে ৯ রাউন্ডে ৫৪৪ জন খেলোয়াড়ের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এএসবি কাপ রাশিয়া টুর্নামেন্টে ইরানি আজাদ বিশ্ববিদ্যালয়ের ৩-এ-সাইড বাস্কেটবল দল তৃতীয় স্থান লাভ করেছে
রোববার এএসবি কাপ রাশিয়া আন্তর্জাতিক টুর্নামেন্ট র্যাঙ্কিং ম্যাচে ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ৩-এ-সাইড বাস্কেটবল দল রাশিয়ার কালুগা স্টেট ইউনিভার্সিটির মুখোমুখি হয়। এই ম্যাচে ইরানি আজাদ বিশ্ববিদ্যালয় দল তাদের প্রতিপক্ষকে ২০-১৬ গোলে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে টুর্নামেন্টের ব্রোঞ্জপদক জিতেছে।

পেজেশকিয়ান ইরানি জাতীয় ফুটবল দলের সাথে খেলছেন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শিবিরের নতুন পর্বের প্রথম দিনে তাদের সাথে দেখা করেছেন এবং কিছুক্ষণ ফুটবল খেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপ শুরুর সাত মাস আগে ইরানি জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কারিগরি, নির্বাহী এবং ব্যবস্থাপক কর্মীদের সাথে গতকাল রোববার দেখা করেছেন এবং কথা বলেছেন প্রেসিডেন্ট। জাতীয় ফুটবল সেন্টারে পেজেশকিয়ান কয়েক মিনিটের জন্য জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে ফুটবলও খেলেছেন।

পার্সটুডে