বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির জন্য ইরান পর্তুগালের সঙ্গে ম্যাচ ঠিক করেছে।

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৫ 

news-image

তেহরান – ইরানের ফুটবল ফেডারেশন (FFIRI)–এর সভাপতি মেহদি তাজ ঘোষণা করেছেন যে ইরানের জাতীয় ফুটবল দল—”টিম মেলি”—আগামী ২৭ মে পর্তুগাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি হাই-প্রোফাইল প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে।

তাজের মতে, পর্তুগিজ ফেডারেশনের সঙ্গে চুক্তিটি কয়েক দিনের মধ্যেই স্বাক্ষরিত হবে। তিনি আরও জানান, আগামী এপ্রিলে দোহায় স্পেন জাতীয় ফুটবল দলের সঙ্গেও একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের “সম্ভাবনা” রয়েছে।

এই দুই দলের বাইরেও, ইরান নাকি আরও কিছু ইউরোপীয় দলের—যার মধ্যে স্কটল্যান্ড ও আইসল্যান্ড জাতীয় ফুটবল দলও আছে—সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য আলোচনা করছে। আসন্ন সেই বিশ্বকাপে ইরানকে কঠিন গ্রুপ জি–তে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের সঙ্গে রাখা হয়েছে।

প্রস্তুতির অংশ হিসেবে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া টিম মেলিকে নিজেদের কৌশল শানিত করতে, স্কোয়াডের গভীরতা পরীক্ষা করতে এবং গতি সঞ্চার করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

তাজ যেমন উল্লেখ করেছেন, বিশ্বকাপের আগে শীর্ষ ইউরোপীয় দলের সঙ্গে ম্যাচ খেলা ইরানকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যখন আগামী গ্রীষ্মে গ্রুপ পর্যায়ের লড়াই শুরু হবে।

তথ্যসূত্র: তেহরান টাইমস