২০২৫ সালে এশিয়ার পর্যটন রাজধানী ইরানের ইসফাহান
পোস্ট হয়েছে: মে ১২, ২০২৫

ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানকে এশিয়ান মেয়রস ফোরাম (এএমএফ) আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের জন্য এশিয়ান ক্যাপিটাল অফ ট্যুরিজম হিসেবে মনোনীত করেছে। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাণবন্ত পর্যটন এবং আন্তর্জাতিক নগর সহযোগিতায় সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদা দেয়া হয়েছে শহরটিকে।
রোববার ইসফাহানের ঐতিহাসিক বাগ-ই জেরেশক প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা, আন্তর্জাতিক অতিথি এবং এশিয়ান মেয়রস ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসফাহানের মেয়র আলী কাসেমজাদে তার বক্তব্যে শহরের অনন্য ঐতিহাসিক এবং নগর কাঠামোর উপর জোর দেন। তিনি বলেন, ইসফাহানের ২৪ হাজার হেক্টর এলাকার মধ্যে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে বুয়িদ, সেলজুক এবং সাফাভিদ আমলের ঐতিহাসিক কাঠামো রয়েছে।
সূত্রঃ তেহরান টাইমস