সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০২৪ প্যারিস অলিম্পিকে ৪০ অ্যাথলেট পাঠাচ্ছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২৪ 

news-image

২০২৪ সালের অলিম্পিক গেমস শুরু হতে মাত্র ২৪ দিন বাকি। বিশ্বের মর্যাদাপূর্ণ এই ক্রীড়া ইভেন্টে ইরানের ৪০ জনের অ্যাথলেট দল ১৩টি বিভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হাসান তাফতিয়ান এবং ফারজানে ফাসিহিকে যুক্ত করে দলটি চূড়ান্ত করা হয়েছে। তারা আইএএএফ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে নিজেদের টিকিট সুরক্ষিত করেন।

অলিম্পিকে টিকিট পাওয়া চূড়ান্ত ইরানি অ্যাথলেটদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১১ জন নারী। তারা কুস্তি, শুটিং, ভারোত্তোলন, তায়কোয়ান্দো, ফেন্সিং, রোয়িং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, সাইক্লিং, তীরন্দাজ, ক্রীড়া আরোহণ, সাঁতার এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্র: তেহরান টাইমস