মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

সোলাইমানির আত্মজীবনী ‘আমি কোনো কিছু ভয় করি না’ প্রকাশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ৪, ২০২১ 

news-image

লে. জেনারেল কাসেম সোলাইমানির আত্মজীবনী ‘‘আমি কোনো কিছুই ভয় করি না’’ প্রকাশিত হয়েছে। রোববার আইআরআইবি ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বইটি উন্মোচন করা হয়।

এদিন এক বিশেষ বৈঠকে আত্মজীবনীটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন শহীদ সোলাইমানির মেয়ে জয়নাব, অ্যাকাডেমি অব পারসিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এর পরিচালক গোলাম আলি হাদ্দাদ-আদেল, আইআরআইবির ব্যবস্থাপনা পরিচালক আব্দোলালি আলি আসগারি ও কিছুসংখ্যক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

জয়নাব বলেন, তার বাবা হাতের ক্ষত নিয়েই বইটি লিখেছেন। এতে কেরমানের প্রত্যন্ত একটি গ্রামের প্রাণকেন্দ্র থেকে উঠে আসা একজন মানুষের জীবনের বিবরণী তুলে ধরা হয়েছে। সোলাইমানি তার আত্মজীবনীতে নিজের জীবনের সাদাসিধে ও আকর্ষণীয় অংশগুলো তুলে ধরেছেন। সূত্র: তেহরান টাইমস।