বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেরা দলের মনোনয়ন পেল ইরানের সিটিং ভলিবল

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২২ 

news-image

টোকিও প্যারালিম্পিক গেমসের স্বর্ণপদক বিজয়ী ইরানের সিটিং ভলিবল দল এশিয়ান অ্যাওয়ার্ড ২০২১-এ সেরা দলীয় পারফরম্যান্স পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এশিয়ান অ্যাওয়ার্ড ২০২১ এর আয়োজক এশিয়ান প্যারালিম্পিক কমিটি (এপিসি)।ইরানের সিটিং ভলিবল দলকে সেরা দলীয় পারফরম্যান্স পুরস্কার জিততে চীনের পুরুষ গোলবল দল, জাপানের পুরুষ হুইলচেয়ার বাস্কেটবল দল এবং কোরিয়ার মিশ্র বোকিয়া দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।২০২০ টোকিও প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতে নেওয়া ইরানি পাওয়ারলিফটার রুহুল্লাহ রোস্তামি এবং প্যারালিম্পিক গেমসে অ্যাথলেটিকসে স্বর্ণপদক জয়ী প্রথম ইরানি মহিলা প্যারা অ্যাথলেট হাশেমিয়েহ মোতাঘিয়ান এর আগে এশিয়ান অ্যাওয়ার্ডে সেরা পুরুষ এবং সেরা মহিলা খেলোয়াড়ের মনোনয়ন লাভ করেন। সূত্র: তেহরান টাইমস।