মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেরা ইসলামি ব্যাংকের তালিকায় চার ইরানি ব্যাংক

পোস্ট হয়েছে: অক্টোবর ১, ২০১৯ 

news-image

বিশ্বব্যাপী ইসলামি ব্যাংকিং শিল্পের সেরা আর্থিক ও ঋণদান প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে ইরানের চারটি ব্যাংক। ইসলামি আর্থিক বাজারের ওপর প্রকাশিত সর্বশেষ বিশ্লেষণ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইরানের (সিবিআই) মনিটারি অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ইসলামি আর্থিক বাজারে ইরানের সেরা ওই চার ইসলামি ব্যাংক হলো- ব্যাংক মেল্লি ইরান (বিএমআই), ব্যাংক মিল্লাত, ব্যাংক সাদেরাত ইরান (বিএসআই) ও ব্যাংক মাসকান।  

প্রতিবেদনে ব্যাংকিং কার্যক্রমের পরিমাণ, বর্তমানে নেওয়া পদক্ষেপসমূহের প্রবণতা ও সেই সাথে ইসলামি আর্থিক বাজারের উন্নয়ন সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে বিশেষভাবে গবেষণা করা হয়। ইসলামি আর্থিক বাজারে বিনিয়োগ সুযোগ-সুবিধা, সরকারের পলিসি, বাজারের গতিশীলতা, সরবরাহ চেইন ও প্রতিযোগিতামূলক অবস্থা ইত্যাদি বিষয় পর্যালোচনা করে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়।

গবেষণায় আরও যেসব বিষয় বিশ্লেষণ করা হয় সেগুলো হলো- এই খাতের প্রযুক্তিগত উদ্ভাবন ও অগ্রগতি। যা ইসলামি ব্যাংকিংয়ের ভালো প্রোমশনের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।