মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেল ‘বাইস্টান্ডার’

পোস্ট হয়েছে: মে ৩০, ২০১৮ 

news-image

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসব ‘‘লাইট অব দ্যা ওয়ার্ল্ড’ এ সেরা অ্যানিমেশন  ছবির অ্যাওয়ার্ড পেয়েছে ইরানি ছবি ‘বাইস্টান্ডার’। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন  ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা শেইদা কাশি।

‘লাইট অব দ্যা ওয়ার্ল্ড’ রাশিয়ার অন্যতম বৃহত্তম যুব চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে গত সাত বছরে বিশ্বের ত্রিশটির অধিক দেশের আড়াই হাজার চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্রকর্ম দেখানো হয়েছে।

‘বাইস্টান্ডারে’ এক বৃদ্ধের কাহিনী তুলে ধরা হয়েছে। গল্পের এই বৃদ্ধ একটি জানালার পেছনে বসবাস করেন। যেখান থেকে তিনি একটি অন্ধকার পৃথিবী দেখেন আর বিপ্লবে অংশ নেওয়া সেই অতীত দিনগুলোর কথা স্মরণ করেন।

৮ মিনিটের এই অ্যানিমেশন  ছবিটি এর আগে সেরা অ্যানিমেশন  ছবি হিসেবে দুটি অ্যাওয়ার্ড জিতেছিল। ইউক্রেনের থার্ড সিনেমাওয়ে ফিল্ম ফেস্টিভাল ও রাশিয়ার সোবাইতিয়ে ফিল্ম ফেস্টিভালে ওই দুই পুরস্কার জেতে ছবিটি। এছাড়াও এটি কানাডীয় চলচ্চিত্র উৎসবেও সেরা অ্যানিমেশনের  খেতাব কুড়িয়েছে।

৮ম আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসব রাশিয়ায় ২৩ মে শুরু হয়ে চলে ২৭ মে পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।