সুপারক্যাপাসিটর উৎপাদনকারী বিশ্বের ৫মতম দেশ ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ১২, ২০২৫

সুপারক্যাপাসিটর উৎপাদনকারী পাঁচটি দেশের তালিকায় স্থান করে নিল ইরান। দেশটির একটি কোম্পানির গবেষকরা দেশীয়ভাবে ডিজাইনকৃত ইলেক্ট্রোকেমিক্যাল সুপারক্যাপাসিটর তৈরি করেছেন। ইরানের আগে বিশ্বে এই ধরনের বৈদ্যুতিক স্টোরেজ তৈরি করেছে মাত্র চারটি দেশ।
জাহাদ-ই-দানেশগাহি নামে পরিচিত একাডেমিক সেন্টার ফর এডুকেশন, কালচার অ্যান্ড রিসার্চ (এসিইসিআর) পরিচালিত কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রিসার্চ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী মোহাম্মদী ঘোষণা করেছেন, তাদের গ্রুপের গবেষকরা দেশীয়ভাবে ডিজাইনকৃত একটি ইলেক্ট্রোকেমিক্যাল সুপারক্যাপাসিটর তৈরি করেছেন।
সুপারক্যাপাসিটর হল একটি তড়িৎ রাসায়নিক শক্তি সঞ্চয়কারী যন্ত্র, যা ইলেক্ট্রোড উপাদান এবং ইলেক্ট্রোলাইটের মধ্যবর্তী স্থানে আয়নগুলির বিপরীত শোষণ এবং অবশোষণের মাধ্যমে চার্জ সঞ্চয় এবং সরবরাহ করতে ব্যবহৃত হয়। সুপারক্যাপাসিটরগুলিকে আল্ট্রাক্যাপাসিটর বা তড়িৎ রাসায়নিক ক্যাপাসিটরও বলা হয়। মেহর নিউজ।