মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিরিয়ায় নিহত ইরানি সেনা মোহসেন হোজাজিকে নিয়ে উপন্যাস লিখলেন এব্রাহিম হাসানবেইগি

পোস্ট হয়েছে: জুন ১, ২০২১ 

news-image

সিরিয়ায় শাহাদাৎ বরণকারী ইরানি সেনা মোহসেন হোজাজিকে নিয়ে  একটি উপন্যাস লিখেছেন ইরানের জনপ্রিয় লেখক এব্রাহিম হাসানবেইগি। বইটির নাম দেওয়া হয়েছে ‘মরনিং অব দি ফেটফুল ডে’। বইটিতে হোজাজির ধর্মীয় দৃষ্টিভঙ্গী তুলে ধরার পাশাপাশি তিনি কেনো আইএস জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছেন তার ইতিবৃত্তি তুলে ধরেছেন। লেখক তার বইয়ে হোজাজির স্কুলজীবনের কথা তুলে ধরে বলেছেন, হাল ফ্যাশনের সঙ্গে মিলিয়ে চললেও শেষপর্যন্ত হোজাজি সর্বদা ধর্মীয় দায়িত্ব পালন এবং তার ধর্মীয় বিশ্বাসকে ভিত্তি করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থেকে কখনো বিরত হননি। ২০১৭ সালের ৭ আগস্ট আইএস জঙ্গিরা তাকে দক্ষিণপূর্ব সিরিয়া থেকে অপহরণ করে এবং এর দুদিন পর তাকে গলা কেটে হত্যা করে। তেহরান টাইমস