বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিএএফএ মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারালো ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০২২ 

news-image

সিএএফএ মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে ইরানি মেয়েরা।ইরানের হয়ে ম্যাচে গোল করেন সাহার জামানিফার্দ, ফাতেমে পপি, সারা শিরবেইগি, ফেরেশতে কারিমি ও নেসা আহমাদি।২১ থেকে ২৮ জানুয়ারি উজবেকিস্তানের দুশানবে মাল্টি-ফাংশনাল স্পোর্টস কমপ্লেক্সে চার দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান।সিএএফএ মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে দলগুলো একে অপরের সাথে দুইবার খেলবে।সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) হলো মধ্য এশিয়ার ফুটবল খেলা দেশগুলির একটি সংস্থা। সূত্র: তেহরান টাইমস।