বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সামরিক কুস্তিতে যোগ দিতে ইরানে আসছেন ২২দেশের অ্যাথলেট

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২১ 

news-image

ইরানে অনুষ্ঠিতব্য ৫ম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বিশ্বের ২২টি দেশের ৩শ অ্যাথলেট। ইরান পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মেহদি হাজিয়ান এই তথ্য জানিয়েছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এই পুলিশ কর্মকর্তা ৫ম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপের জন্য পরিকল্পনা ও প্রস্তুতিগুলো ব্যাখ্যা করেন।পুলিশ মুখপাত্র আরও জানান, সিআইএসএম এর লক্ষ্য খেলাধুলার মাধ্যমে বিশ্বের সামরিক শক্তিগুলোর মধ্যে একতা ও সংহতি তৈরি করা।বিশ্ব সামরিক কুস্তি চ্যাম্পিয়নশিপের এবারের ৫ম পর্ব রাজধানী তেহরানে ২১ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।