মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সাংহাই ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে ইরানি চলচ্চিত্র  ‘হেডলেস’  

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২১ 

news-image

সাংহাই ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে কাভে সাজ্জাদি হোসেইনি পরিচালিত ইরানি চলচ্চিত্র  হেডলেস’।  আগামী ১১ই জুন  থেকে শুরু হচ্ছে ২৪তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম  ফেস্টিভাল। টোকিও ফিল্ম ফেস্টিভালের মতই সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এশিয়ার অন্যতম  মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। আগামী ২০ জুন পর্যন্ত চলবে এই উৎসব। এর আগে সাও পাওলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে হেডলেস’ প্রদর্শিত হয়। মেহর