ষাট দেশে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করে ইরান
পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২৫
ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসেইন আফশিন বলেছেন, ইরান বিশ্বের ৬০টি দেশে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করেছে।
রোববার চিকিৎসা, দন্ত, ওষুধ ও পরীক্ষাগার সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী (ইরান স্বাস্থ্য ২০২৫) এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আফশিন বলেন, দেশীয় নির্মাতারা ইরানের দক্ষ চিকিৎসা বিশেষজ্ঞ সম্প্রদায়ের সাথে সহযোগিতা করছে এটি একটি সম্মানের বিষয়।
দেশীয় চিকিৎসা সরঞ্জামের রপ্তানি সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, যদি কোনও পণ্য দেশীয় ব্যবহারের মান পূরণ করতে পারে, তবে তা অবশ্যই অন্যান্য দেশে রপ্তানি করা যেতে পারে। সূত্র: মেহর নিউজ