শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

শিকাগো আন্তর্জাতিক শিশু উৎসবে যাচ্ছে ‘অ্যাডজাস্টমেন্ট’

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২২ 

news-image

ইরানি শর্ট ফিল্ম ‘অ্যাডজাস্টমেন্ট’ মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরে অংশ নেবে।মেহরদাদ হাসানি পরিচালিত এবং হাসান মোহাম্মাদি প্রযোজিত ইরানি শর্ট ফিল্মটি শিকাগো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।ছবিটি নয় বছর বয়সী বিরল ছেলে শাহরোখকে নিয়ে তৈরি করা হয়েছে। পরিবার ও বন্ধুরা অপমান করে তাকে দূরে ঠেলে দেয়। সে একটি নতুন পরিচয় গ্রহণ করার জন্য ভাবে এবং তার গ্রামের মানুষের কাছে আসে। বেশ কয়েকটি অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে শাহরোখ মেয়ের পোশাক পরে স্কুলে উপস্থিত হয় এবং তার সহপাঠীদের মুখোমুখি হয়।ছবিটি এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে গ্র্যান্ড প্রিক্স জিতেছে। মনসুর নাসিরি, ফাতেমেহ মোরাদি, মরিয়ম গোল্ডুজ এবং জামশিদ বাহাদোরি এই ছবিতে অভিনয় করেছেন। সূত্র: মেহর নিউজ।