শত্রুরা শান্তিপূর্ণ বিক্ষোভকে রাজপথের দাঙ্গায় পরিণত করেছে: ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদ সচিব ড.লারিজানি
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৬
তারা জনগণের সংহতি ভেঙে সামরিক আক্রমণ চালাতে চায়।
তিনি বলেন: ট্রাম্প ভেবেছেন ইরানে যদি সামাজিক সংকট দেখা দেয়, তাহলে সামরিক অভিযান চালাবে; আমেরিকার কৌশল এবার বদলে গেছে।
এবার তারা জনগণের সংহতি ভেঙে সামরিক আক্রমণ চালাতে এসেছে।
তিন থেকে চার মাস আগে, ইহুদিবাদীরা বলেছিল-তারা ইরানে একটি নতুন অভিযান কৌশল ব্যবহার করেছে।
দাঙ্গাকারী গোষ্ঠীগুলোর মধ্যে আমরা একটি শহুরে আধা-সন্ত্রাসী গোষ্ঠীর মুখোমুখি হয়েছি।
এই লোকেরা দ্রুত সামরিক এবং আইন প্রয়োগকারী কেন্দ্রগুলোতে অস্ত্র সংগ্রহের জন্য যায়, তার মানে তারা একটি গৃহযুদ্ধ বাধানোর চেষ্টায় ছিল।
পার্সটুডে