বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

রোবট চ্যালেঞ্জ ২০২৪-এ দ্বিতীয় ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০২৪ 

news-image

রোবট চ্যালেঞ্জ ২০২৪-এ অংশ নিয়ে ৭ থেকে ১৭ বছর বয়সী ইরানি শিক্ষার্থীরা ৩১টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। চীনের বেইজিংয়ে ৯ থেকে ১১ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পাঁচ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। রোবট চ্যালেঞ্জ ২০২৪-এ চীন এবং রোমানিয়া যথাক্রমে প্রথম এবং তৃতীয় স্থান অধিকার করে। খবর বার্তা সংস্থা ইরনার।

রোবোটিক্স প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধিত্ব করে মোট ১৬টি দল। প্রতিটি দল গঠিত হয় ৩ জন শিক্ষার্থীর সমন্বয়ে। ইরানি দল রোবোসুমো, সকার, ইনোভেশন, রোবট রাগবি এবং টেকনিক্যাল রিপোর্ট লীগে প্রতিদ্বন্দ্বিতা করে।

টানা দ্বিতীয় বছরের জন্য ইরানি দল টেকনিক্যাল রিপোর্ট বিভাগে দ্বিতীয় স্থান লাভে সক্ষম হয়েছে। দুটি অনুর্ধ্ব-১২ ইরানি দল উদ্ভাবন লীগে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছে; প্রথম স্থানে রয়েছে চীন।

সূত্র: তেহরান টাইমস