শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

যৌথ পর্যটন ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করবে ইরান-ক্রোয়েশিয়া

পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০২১ 

news-image

ইরান ও ক্রোয়েশিয়া দুদেশের মধ্যে একটি যৌথ পর্যটন ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠায় সম্মত হয়েছে । ক্রোয়েশিয়ায় পর্যটন ও ক্রীড়া মন্ত্রী নিকোলিনা ব্রনজাক ও ক্রোয়েশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত পারভিজ ইসমায়েইলি নিকট ভবিষ্যতে এই ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হন।

জাগরেবে অনুষ্ঠিত এই বৈঠকে ওই দুই কর্মকর্তা বর্তমান পারস্পরিক সমঝোতা পর্যালোচনা করেন। এসময় তারা বিদ্যমান দ্বিপাক্ষিক নথি বাস্তবায়ন ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বৈঠকে তারা দুদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সক্ষমতা নিয়েও আলোচনা করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।