শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

যুব বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ইরানি যুব দলের দারুণ চমক

পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২৩ 

news-image

ইরানের যুব দল বিশ্ব চ্যাম্পিয়ন দুর্দান্ত ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য বড় ধরনের চমক উপহার দিয়েছে।

আজ স্থানীয় সময় সন্ধ্য ৬টায় ‘সি’ গ্রুপের ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ইরানের ইয়াকুব বারাজেহ একটি গোল পরিশোধ করেন। এর একের পর এক আক্রমণ চালিয়ে ৬৮ মিনিটে কাসরা তাহেরি এবং ৭২তম মিনিটে ইসমাইল কোলিজাহেদ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে ৩-২ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে এশিয়ান ফুটবলের পরাশক্তি ইরান। /পার্সটুডে/