বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের মেইমান্দে চলছে গোলাপ তোলার মৌসুম

পোস্ট হয়েছে: মে ১১, ২০১৭ 

news-image

বিশ্ববিখ্যাত দামাস্ক গোলাপ যা ইরানে গুলে মোহাম্মদি হিসেবে পরিচিত তা বাগান থেকে তোলার ভরা মৌসুম চলছে ইরানে। দেশটির ফার্স প্রদেশের মেইমান্দে এধরনের গোলাপ তোলার কাজটি বেশ ঘটা করেই পালন করা হয়।

মেইমান্দ শহরে তোলা গোলাপ থেকে বছরে ১০ হাজার টন গোলাপ জল তৈরি হয় যা দেশটির গোলাপ জল রফতানির ৬০ ভাগ যোগান দেয়। ইরানিরা রান্নায়, চা পরিবেশনেএবং উৎসবে নানা উপকরণ হিসেবে গোলাপ জলের ব্যাপক ব্যবহার করে। এধরনের গোলাপের মোহনীয় সুবাস সারাবিশ্বে বেশ বিখ্যাত। বাণিজ্যিকভাবে মেইমান্দে এসব গোলাপ উৎপাদিত করা হয় যা থেকে গোলাপ জল ও তেল তৈরি করা হয়।

সূত্র: তেহরান টাইমস