মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মুহাররম ও সফর মাসে আইআরআইবির নতুন তিন ধর্মীয় টিভি সিরিজ

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২০ 

news-image

মুহাররম ও সফর মাসে সম্প্রচারের জন্য প্রস্তুত ইরানের নতুন তিনটি ধর্মীয় টিভি সিরিজ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার মাধ্যম (আইআরআইবি) সিরিজগুলো প্রচার করবে। ইমাম হুসাইন (আ.) ও তার সহযোগীদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দুই মাসে দেশটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।

ওই তিন সিরিজের মধ্যে সাইদ নেমাতোল্লাহর ‘ওয়ার্ম আর্থ’ প্রচারিত হবে ‘চ্যানেল ৩’ তে। সময় মতো সিরিজটির কাজ শেষ করতে করোনা ভাইরাস মহামারির কঠিন দিনগুলোতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে টিমটি। এই প্রথম নেমাতোল্লাহ টিভি ধারাবাহিক পরিচালনা করছেন। তিনি সিরিজটির লেখা ও পরিচালনার কাজ করছেন।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আলিরেজা খামসেহ, মারজান শিরমোহাম্মাদি, আসগার হেম্মাত, কামরান তাফতি, মারাল ফারজাদ ও শিভা ইব্রাহিমি।

‘নাজিয়া’ নামের টিভি সিরিজটিও প্রচার করা হবে ‘চ্যানেল ৩’ তে। আইআরআইবি অধীভুক্ত প্রযোজনা প্রতিষ্ঠান সিমা ফিল্মসের দ্বিতীয় সিরিজ এটি। আশুরা ও ইমাম হুসাইন (আ.) এর প্রতি ভালোবাসায় সিরিজটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

তৃতীয় ধর্মীয় টিভি সিরিজ ‘ল্যান্ড অ্যান্ড লেডি’ সম্প্রচার করা হবে ওই দুই মাসে। এটি পরিচালনা করছেন বিখ্যাত টিভি সিরিজ ‘আফটার দ্যা রেইন’ এর পরিচালক সাইদ সোলতানি। সূত্র: তেহরান টাইমস।