রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে লড়বে দুই ইরানি শর্ট ফিল্ম

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২৩ 

news-image
ইরানি দুই শর্ট ফিল্ম আমেরিকার স্লামড্যান্স ফিল্ম ফেস্টিভালের ৩০তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহের পার্ক সিটিতে এই উৎসব অনুষ্ঠিত হবে।
কিয়ারশ দাদগারের ‘দ্য স্টেক’ এবং আমিনরেজা আলিমোহাম্মাদির ‘উই আর অল ডগ’ আগামী বছরের ১৯ থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য উৎসবের ন্যারেটিভ শর্টস-এ প্রতিদ্বন্দ্বিতা করবে৷
আট মিনিটের ছবি ‘দ্য স্টেক’-এ দেখা যাবে, একটি জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তুতি উল্টে যায় যখন ভয়ঙ্কর কিছু ঘটে।
২৯ বছর বয়সী দাদগার তেহরানের সোরে আর্ট ইউনিভার্সিটি থেকে নাট্য সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন এবং শর্ট ফিল্ম, সিরিজ এবং নাট্য প্রযোজনার বিভিন্ন প্রকল্পে তিনি কাজ করেছেন। তিনি কিছু শর্ট ফিল্মে প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
‘উই আর অল ডগ’ দুঃখের জগতের একটি সুখী পরিবারের ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। এটি এমন একটি বিশ্ব যেখানে প্রত্যাখ্যাত প্রাণীদের জন্য কোন স্থান নেই।
১৪ মিনিটের ফিল্মটি একজন যুবক এবং তার দাদীর গল্প তুলে ধরেছে। তারা তাদের প্রিয় কুকুরের কারণে তাদের অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদের মুখোমুখি হয়। সূত্র: তেহরান টাইমস