বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মানুষের ওপর পরীক্ষা চালানোর অনুমতি পাচ্ছে তিন ইরানি ভ্যাকসিন

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২০ 

news-image

ইরানের তিন করোনা ভাইরাস ভ্যাকসিন শিগগিরই মানুষের ওপর পরীক্ষা চালানোর অনুমতি পাচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। শনিবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, দেশে বর্তমানে ২৪টি জৈবপ্রযুক্তি ওষুধ উৎপাদন করা হচ্ছে এবং আমরা এই ক্ষেত্রে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ।

সাত্তারি আরও বলেন, মানব ভ্যাকসিনের ক্ষেত্রে বর্তমান সময়ে বেসরকারি খাত সারভিক্যাল ক্যান্সার টিকা উৎপাদন করছে এবং দেশে মানব ক্ষেত্রে শিগগিরই ইনফ্লুয়েঞ্জা টিকা উৎপাদন করা হবে।

ইরানে প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষা চালানোর একটি লাইসেন্স দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরও তিনটি গ্রুপ মানব পর্যায়ে ভ্যাকসিন পরীক্ষার জন্য শিগগিরই লাইসেন্স পাবে। সূত্র: মেহর নিউজ এজিন্স।