মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মহাকাশ ও উপগ্রহ শিল্পের উন্নয়নে ইরানের লক্ষ্যভেদি পদক্ষেপ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৫ 

news-image

পার্সটুডে-রাশিয়ান ভোস্তোচনি মহাকাশ ঘাঁটি থেকে সয়ুজ উৎক্ষেপণ যান ব্যবহার করে তিনটি দেশীয় ইরানি উপগ্রহ, “পায়া”, “জাফর ২” এবং “কাওসারের দ্বিতীয় প্রোটোটাইপ” মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী “সৈয়দ সাত্তার হাশেমির” উপস্থিতিতে, রাশিয়ার ভোস্তোচনি মহাকাশ ঘাঁটি থেকে সয়ুজ উৎক্ষেপণ যান ব্যবহার করে আজ (রবিবার) তিনটি দেশীয় উপগ্রহ, “পায়া”, “জাফর ২” এবং “কাওসারের দ্বিতীয় প্রোটোটাইপ” মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

প্রায় ৫০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কাছাকাছি কক্ষপথে পরিচালিত এই তিনটি দেশীয় উপগ্রহের উৎক্ষেপণকে এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ ইভেন্টগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়।

পায়া স্যাটেলাইট  তুলু-৩ নামেও পরিচিত, ইরানি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের অংশগ্রহণে ডিজাইন করে নির্মিত হয়েছিল। প্রায় ১৫০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ একটি রিমোট সেন্সিং স্যাটেলাইটের শ্রেণীভুক্ত এবং এটি দেশীয়ভাবে তৈরি সবচেয়ে উন্নত ইমেজিং স্যাটেলাইটগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এই স্যাটেলাইটটি মনোস্পেকট্রাল মোডে প্রায় ৫ মিটার এবং রঙিন মোডে ১০ মিটার নির্ভুল ইমেজিং করতে সক্ষম এবং জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশগত পর্যবেক্ষণ, ম্যাপিংসহ প্রাকৃতিক বিপদ পর্যবেক্ষণের মতো অ্যাপ্লিকেশনগুলোর জন্য ডিজাইন করা হয়েছে।

জাফর-২ স্যাটেলাইট হল জাফর স্যাটেলাইটের একটি উন্নত সংস্করণ। ইরানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই স্যাটেলাইটটির ডিজাইন এবং নির্মিত করা হয়েছে। এর ওজন প্রায় ১০০ থেকে ১৩৫ কিলোগ্রাম শ্রেণীতে রয়েছে। আপগ্রেড করা সাবসিস্টেম এবং পেলোড ব্যবহার করে, এই স্যাটেলাইটটি রিমোট সেন্সিং এবং প্রাকৃতিক সম্পদ ও ভূমি ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য ডেটা সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।

কাওসার স্যাটেলাইটের দ্বিতীয় সংস্করণ, এই স্যাটেলাইট পরিবারের পূর্ববর্তী প্রজন্মের ধারাবাহিকতা হিসাবে, অপারেশনাল ডেটা সংগ্রহ, কৃষিজমি পর্যবেক্ষণ এবং ইন্টারনেট অফ থিংস সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলোকে সমর্থন করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই উপগ্রহটি দেশের তথ্য-চালিত উপগ্রহ ব্যবস্থায় একটি পরিপূরক ভূমিকা পালন করে।

এই তিনটি দেশীয় উপগ্রহের একযোগে উৎক্ষেপণ অর্থনৈতিক, পরিবেশগত এবং ব্যবস্থাপনা ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ বিকাশের দিকে ইরানের মহাকাশ কর্মসূচির উদ্দেশ্যমূলক পদক্ষেপের ইঙ্গিত দেয়।#

পার্সটুডে