শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভিয়েতনামকে উড়িয়ে কোয়ার্টারে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০১৯ 

news-image

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলমান ২০১৯ এএফসি এশিয়ান কাপে ভিয়েতনামকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইরানের জাতীয় ফুটবল টিম। প্রতিপক্ষকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টারে উঠে আসল দলটি। আগামী বুধবার গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচে ইরাকের বিরুদ্ধে মাঠে নামবে ইরান।

শনিবার আবু ধাবির আল নাহইয়াম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ইরানি ফুটবলাররা টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত জয় ঘরে তোলেন। এএফএফ সুজুকি কাপ চ্যাম্পিয়ন ভিয়েতনামকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে উঠে আসে এএফসির কোয়ার্টার ফাইনালে।

ম্যাচের ৩৮ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ইরানের জাতীয় ফুটবল দল ‘টিম মেল্লি’। সামান কুদ্দুসের পাস করা একটি বল গোল পোস্টে প্রবেশ করাতে সক্ষম হন সরদার আজমুন। এরপর ২০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ইরান। বক্সের বাইরে থেকে অত্যন্ত কৌশলের সাথে শট মেরে গোলটি করেন সরদার। এ নিয়ে আন্তর্জাতিক ম্যাচে নিজের ২৭তম গোল সম্পন্ন করেন তিনি। অন্যদিকে, টুর্নামেন্টে মোট ৩টি গোল নিয়ে ইরানের রুবিন কাজান স্কোর তালিকায় রয়েছেন সবার ওপরে।

এদিনের ম্যাচে ভিয়েতনামের জাতীয় ফুটবল টিম অনেকবার সুযোগ পেয়েও হাতছাড়া করে। অবশেষে ম্যাচের ফাইনাল হাসি হাসেন ফার্সি ফুটবলাররা। বুধবার গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচে ইরাকের বিরুদ্ধে খেলতে নামবে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।