মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভিসা-মুক্ত প্যাকেজ ট্যুরের চুক্তি করবে ইরান ও রাশিয়া

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০১৬ 

news-image

ইরান এবং রাশিয়া দু’দেশের নাগরিকদের জন্য ভিসা তুলে দেয়ার বিষয়ে শিগগিরই একটি চুক্তি সই করবে। দেশ দু’টিতে প্যাকেজ ট্যুরের আওতায় পর্যটকদের জন্য এ চুক্তি কার্যকর করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার এ কথা জানান।

তিনি বলেন, ইরান এবং রাশিয়া বিশেষ বিশেষ ক্ষেত্রে পর্যটন ভিসা তুলে দেবে। অবশ্য এ সংক্রান্ত কোনো চুক্তি এখনো সই করা হয় নি বা এটি এখনো কার্যকর হয় নি বলেও জানান তিনি।

আগামী বছর থেকে ইরান ও রাশিয়ার নাগরিকদের জন্য সার্বিকভাবে কোনো ভিসা লাগবে না বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দেন তিনি।

নাগরিকদের জন্য ভিসা প্রথা তুলে দিতে হলে তেহরান এবং মস্কোকে অনেকগুলো পর্যায় পার হতে হবে বলেও জানান তিনি।সূত্র: পার্সটুডে