বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারতে দুই ইরানি ছবির সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০১৮ 

news-image

ভারতের এলআইএফএফটি ইন্ডিয়া ফিল্মোতসব-ওয়ার্ল্ড সিনে ফেস্টে অংশ নিয়ে দুটি প্রধান পুরস্কার জিতেছে দুই ইরানি চলচ্চিত্র। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের এবারের ২য় আসর থেকে এসব অ্যাওয়ার্ড লাভ করে ছবিদ্বয়। ভারতের লোনাভালা শহরে ১০ ডিসেম্বর এ উৎসব অনুষ্ঠিত হয়।

অ্যাওয়ার্ড জয়ী দুই ইরানি চলচ্চিত্র হলো- নাবি গোলিজাদেহ পরিচালিত ‘আকো’ ও নির্মাতা ফারশিদ আয়ুবিনেজাদের ‘ব্রেদিং’। ‘আকো’ ছবিটি সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে। অন্যদিকে, ‘ব্রেদিং’ সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছে।

‘আকো’ চলচ্চিত্রে তেহরানের বাজারের এক টিনেজ কুলির কাহিনি তুলে ধরা হয়েছে, যার রয়েছে কিছু গুপ্ত বিষয় এবং সে ওই গুপ্ত বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করে।

‘ব্রেদিং’ ছবিটিতে পাথরের খনিতে কাজ করা কিছু সংখ্যক শ্রমিকের কাহিনি বর্ণনা করা হয়েছে। যাদেরকে একটি বিমা কোম্পানির তদন্তকারীদের কাছ থেকে নিজেদের লুকিয়ে রাখতে হয়।

এলআইএফএফটি ইন্ডিয়া ফিল্মোতসব-ওয়ার্ল্ড সিনে ফেস্টে নির্মাতা আব্বাস রাফেয়ির প্রসংশিত ছবি ‘অবলিভিয়ন সিজন’ সহ ইরানের আরও আটটি চলচ্চিত্র দেখানো হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।