বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারতীয় উৎসবে ইরানি ছবির পুরস্কার জয়

পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০২২ 

news-image

ভারতের খামরুবু আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে বেশ কয়েকটি ইরানি চলচ্চিত্র পুরস্কার জিতেছে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি আসামের গুয়াহাটিতে উৎসবটি অনুষ্ঠিত হয়।উৎসবের শর্ট ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় ইরানি চলচ্চিত্রকার পারভিজ রাজাইয়ের “দ্যা হ্যান্ড”। সাইদ অ্যালিনজাদের “অ্যাফাসিয়া” এই বিভাগ থেকে সম্মানজনক মেনশন লাভ করে।হাসান মোখতারি পরিচালিত “ড্যান্সিং উইথ রেইনবো” প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম রানার-আপের পুরস্কার জিতেছে। এই বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের গেরিট ভিনের “হারগিলা” সেরা তথ্যচিত্র নির্বাচিত হয়েছে।অ্যানিমেশন প্রতিযোগিতায় ওমিদ সেফির “দ্য সান” প্রথম রানার-আপ পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।