মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারত-চীন-রাশিয়া থেকে ২০ লাখ টিকা নেবে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২১ 

news-image

ইরানের মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা জাফরকান্দি জানিয়েছেন, তার দেশ ভারত, চীন ও রাশিয়া থেকে চলতি বছর মার্চের শেষ নাগাদ ২০ লাখ ডোজ করোনা ভাইরাস ভ্যাকসিন আমদানি করবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বহু বিদেশি ভ্যাকসিনের চেয়ে ইরানে উৎপাদিত ভ্যাকসিন অধিক নির্ভরযোগ্য। তবে দেশে উৎপাদন হতে যেহেতু সময় লাগবে তাই স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ইরানি বছর (২০ মার্চ ২০২১) শুরু হওয়ার আগেই ভারত, চীন ও রাশিয়া থেকে প্রায় ২০ লাখ ডোজ টিকা আমদানি করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।