বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বৈশ্বিক গড়ের তুলনায় ইরানি যুবকদের সাক্ষরতার হার ৬ ভাগ বেশি

পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২১ 

news-image

ইরানে যুবকদের মাঝে (১৫ থেকে ২৪ বছর বয়সী) গড় সাক্ষরতার হার ৯৭ দশমিক ৪ শতাংশ। বৈশ্বিক গড়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৬ শতাংশ বেশি। ইরানের লিটারেসি ম্যুভমেন্ট অরগানাইজেশনের প্রধান শাপুর মোহাম্মাদজাদে এই তথ্য জানান।

তিনি আরও জানান, বৈশ্বিকভাবে যুবকদের মাঝে সাক্ষরতার হার ৯১ শতাংশ। শনিবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এই প্রতিবেদন প্রকাশ করে।

মোহাম্মাদজাদে আরও জানান, বিশ্বে ১৫ বছর বয়সী ও তদোর্ধ্বদের মাঝে গড় সাক্ষরতার হার ৮৬ শতাংশ।  সূত্র: তেহরান টাইমস।