রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বেদনানাশক ক্রিম তৈরি করলেন ইরানি গবেষকরা

পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০১৭ 

news-image

বেদনানাশক ক্রিম তৈরি করেছেন ইরানের একদল গবেষক। দেশটির জ্ঞানভিত্তিক একটি কোম্পানির গবেষকরা জীবাণুবিরোধী উপাদান সম্বলিত এই ক্রিমটি উৎপাদন করেছেন। এটা বাতগ্রস্ত রোগীরা ব্যবহার করতে পারবেন।

উৎপাদিত এই বেদনানাশক ক্রিমে জীবাণুবিরোধী বৈশিষ্ট্যের পাশাপাশি রয়েছে রুপালি অতিক্ষুদ্র কণা। বর্তমানে ক্রিমটি বাজারে পাওয়া যাচ্ছে।

ক্রিমে রুপালি অতিক্ষুদ্র কণার উপস্থিতিতে ত্বকে মলমের অনুপ্রবেশ বেড়েছে। যা ব্যাথা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

বাতগ্রস্ত রোগীদের চামড়ার সংক্রামণের চিকিৎসায় এটা সাহায্য করবে। শরীর থেকে বাত রোগের সংক্রামক জীবাণু নির্মূলে ক্রিমটি কার্যকর। সূত্র: মেহের নিউজ।