মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

বুসান ফিল্ম ফেস্টে ইরানি ছবির পুরস্কার জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ১৭, ২০২৩ 

news-image

নাসরিন মোহাম্মদপুর পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘টুয়েন্টি ওয়ান উইকস লেটার’ দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতেছে।

দক্ষিণ কোরিয়ার উৎসবে চলচ্চিত্রটি সোনজে পুরস্কার জিততে সক্ষম হয়েছে।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বানাফশে রেজায়ি, লীলা হোসেনজাদে, সৌদাবেহ বাহরামিনজাদ এবং পারিসা আসগারি।

বুসান ফিল্ম ফেস্টিভালের ২৮তম আসর দক্ষিণ কোরিয়ায় ১২ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়।

সূত্র: মেহর নিউজ