বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

বুলগেরিয়াকে হারিয়ে এক ধাপ এগিয়ে গেল ইরান

পোস্ট হয়েছে: জুন ৮, ২০২১ 

news-image

২০২১ এফআইভিবি ভলিবল ন্যাশনস লিগে বুলগেরিয়াকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান জাতীয় ভলিবল দল। শনিবার দেশটিকে হারিয়ে ষষ্ঠ স্থান অধিকার করে ফারসি স্কোয়াড।

২০২১ এফআইভিবি ভলিবল ন্যাশনস লিগের উইক-২ এ টানা চতুর্থ জয় পেল ইরান। সর্বশেষ ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ সেটে হারায় দেশটি।

ইরান দ্বিতীয় সপ্তাহের তিন ম্যাচের সবগুলোতে জয় লাভ করে। ৬টি গেমের মধ্যে চারটিতে জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ অবস্থান দখল করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।